স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম (এস.এস.পি), খুলনা, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে আয়োজন করেছে বৃত্তি পরীক্ষার সনদ প্রদান অনুষ্ঠান-২০২৪। এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে এবং তাদের সাফল্য উদযাপন করা হবে।
📅 তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
📌 স্থান:মোর্ত্তজা আল উলুম মাদরাসা
🕘 সময়: সকাল ৯:৩০ মিনিট
উপস্থিত অতিথিবৃন্দ:
✅ প্রধান অতিথি:
🔹 জনাব আলহাজ্ব মোঃ মোর্ত্তজা আলী – প্রধান উপদেষ্টা, এস.এস.পি, খুলনা
✅ বিশেষ অতিথিবৃন্দ:
🔹 মাওলানা মাহদী হাসান আল হাদী – সদস্য সচিব, এস.এস.পি, খুলনা
🔹 মাওলানা কামরুল ইসলাম – অর্থ সম্পাদক, এস.এস.পি, খুলনা
🔹 মাওলানা হাবিবুর রহমান – শিক্ষা সম্পাদক, এস.এস.পি, খুলনা
✅ সভাপতি:
🔹 মাওলানা নূর সাইদ জালালী – চেয়ারম্যান, এস.এস.পি, খুলনা
এই আয়োজনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন এবং তাদের মেধার স্বীকৃতির অংশীদার হোন।
🌍 স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম (এস.এস.পি), খুলনা – শিক্ষা ও উন্নতির পথে এক ধাপ এগিয়ে!
© All Rights Reserved Mortoza Al Ulum Madrasah 2025 Developed by Imran Khan Mahi