এতদ্বারা মোর্ত্তজা আল উলুম মাদরাসার সকল অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ (TCV Campaign) সরকারী ঘোষণা মোতাবেক “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” এর সফল বাস্তবায়নে উদ্দিষ্ট ৯ থেকে ১৫ বছরের শিশুদের vaxepi.gov.bd এর মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম করা হবে। সেপ্টেম্বর মাস ব্যাপি রেজিস্ট্রশন কার্যক্রম চলমান থাকবে এবং অভিভাবকগণ আপনার সন্তানের রেজিস্ট্রেশন নিশ্চিত করে রেজিস্ট্রেশন কপি আগামী ৩০/৯/২৫ এর মধ্যে অফিসে জমা দিবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে মোর্ত্তজা আল উলুম মাদসারা প্রাঙ্গনে টিকা প্রদান করা হবে ইনশা’আল্লাহ।