1. aminul2050@gmail.com : Bayezid :
  2. imrankhanmahi06@gmail.com : Imran Khan : Imran Khan
  3. towa7655@gmail.com : jannatul ferdous.tuya : Jannatul Ferdous Tuya
  4. mortozamadrasah@gmail.com : Mortoza Madrasa : Mortoza Madrasa
সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক মহোদয়ের বাণী

প্রতিষ্ঠাতা ও পরিচালক মহোদয়ের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত শিক্ষক, অভিভাবক, এবং প্রিয় শিক্ষার্থীগণ,

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অপার অনুগ্রহে আমাদের মাদরাসা ইসলামের জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হয়েছে। এ মাদরাসা কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং আখলাক ও ঈমানের শিক্ষা দানের একটি আদর্শ কেন্দ্র হিসেবে কাজ করবে।

আমাদের লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে ছাত্র-ছাত্রীদের সঠিক পথনির্দেশনা প্রদান করা। তারা যেন জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠে সমাজে শান্তি, উন্নতি এবং মানবতার কল্যাণে কাজ করতে পারে, সেটাই আমাদের প্রার্থনা।

আমি আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন আমরা সবাই একসঙ্গে মিলে মাদরাসার এই পবিত্র উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট হই। আমাদের দায়িত্ব হলো জ্ঞানের আলো প্রজ্বলিত করা এবং সৎ ও আলোকিত প্রজন্ম তৈরি করা।

বর্তমানে প্রতিষ্ঠানে ৭০০ এর অধিক শিক্ষার্থী অধ্যায় করছে।

আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের মাদরাসাকে উন্নতি ও সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যান।

 

আলহাজ্ব মোঃ মোর্ত্তজা আলী

প্রতিষ্ঠাতা ও পরিচালক

মোর্ত্তজা আল উলুম মাদরাসা

© All Rights Reserved Mortoza Al Ulum Madrasah 2025 Developed by Imran Khan Mahi